হায়রে মানুষ,রঙ্গিন ফানুষ লিরিক্স

 হায়রে মানুষ,রঙ্গিন ফানুষ লিরিক্স


গানঃ হায়রে মানুষ 

শিল্পীঃ অ্যান্ড্রু কিশোর 

অ্যালবামঃ ফিরে ফিরে আসি


হায়রে মানুষ,রঙ্গিন ফানুস
দম ফুরাইলেই ঠুস!
তবুতো ভাই কারোরই নাই একটুখানি হুশ।
হায়রে মানুষ, রঙ্গীন ফানুস
রঙ্গীন ফানুস, হায়রে মানুষ।
হায়রে মানুষ, রঙ্গীন ফানুস
দম ফুরাইলেই ঠুস!

তবুতো ভাই কারোরই নাই একটুখানি হুশ।
হায়রে মানুষ, রঙ্গীন ফানুস
রঙ্গীন ফানুস, হায়রে মানুষ।

পূর্ণিমাতে ভাইসা গেছে নীল দরিয়া
সোনার পিনিশ বানাইছিলা যতন করিয়া (২)
চেলচেলাইয়া চলে পিনিশ, ডুইবা গেলেই ভুস!
হায়রে মানুষ, রঙ্গীন ফানুস
দম ফুরাইলেই ঠুস!

মাটির মানুষ থাকে সোনার মহল গড়িয়া
জ্বালাইয়াছে সোনার পিদিম তীর্থ হরিয়া (২)
ঝলমলায়া জ্বলে পিদিম, নিইভ্যা গেলেই ফুস।
হায়রে মানুষ, রঙ্গীন ফানুস
দম ফুরাইলেই ঠুস!
তবুতো ভাই কারোরই নাই একটুখানি হুশ।
হায়রে মানুষ, রঙ্গীন ফানুস
রঙ্গীন ফানুস, হায়রে মানুষ।
হায়রে মানুষ, রঙ্গীন ফানুস
দম ফুরাইলেই ঠুস!
তবুতো ভাই কারোরই নাই একটুখানি হুশ।
হায়রে মানুষ, রঙ্গীন ফানুস
রঙ্গীন ফানুস, হায়রে মানুষ

Comments

Popular posts from this blog

তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে লিরিক্স

তুই কি আমার হবি রে (Tui Ki Amar Hobi Re Lyrics)

ও বন্ধু, তুমি শুনতে কি পাও